
গাইবান্ধা জেলার সাদুল্যাপুরে ৯৫ পিস ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ি আয়নাল হক (৪৫) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
গতকাল ৫ আগষ্ট রবিবার রাত্রি অনুমান ১০ টা ৩৫ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্ল্যাপুর থানাধীন ভাতগ্রাম এলাকা হতে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করা কালীন মাদক ব্যবসায়ী ১। আয়নাল হক (৪৫) কে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
ইয়াবাসহ গ্রেফতারকৃত আয়নাল হক (৪৫) সাদুল্যাপুর উপজেলার তরফ মহদী গ্রামের মৃত আবুল কাশেম সরকারের ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান, উদ্ধার কৃর্ত ইয়াবার মুল্য ৩৮ হাজার টাকা। মাদক ব্যবসায়ী আয়নালের বিরুদ্ধে আরো ২টি মামলা আদালতে বিচারাধীন আছে। এ ব্যপারে সাদুল্ল্যাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর করা হয়েছে