
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলা থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী তথ্য কমিশনার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে জহুরুল ইসলাম জাহিদ (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল ১৯ আগষ্ট রোববার সন্ধ্যায় সাদুল্যাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক জহুরুল একই উপজেলার দামোদরপুর ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামে জামাল উদ্দিনের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে জাহিদ সরকারী দফতর ছাড়াও বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী কার্যালয়ের সহকারী তথ্য কমিশনার (বার্তা নিয়ন্ত্রক প্রশাসনিক) পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করে ঘুরে বেড়ান। কিন্তু জাহিদের কথা-বার্তায় সন্দেহ হলে তার সম্পর্কে খোঁজখবর নেয় আইন-শৃঙ্খলা বাহীনির সদস্যরা।
এরপর রোববার বিকেলে জাহিদ তার কাছে এসে ছেলের সুন্নতে খৎনা অনুষ্ঠানের দাওয়াত দেয়। দাওয়াতে প্রধানমন্ত্রী কার্যালয়ের অনেকে অতিথি হয়ে তার বাড়িতে আসবেন বলেও জানান। তবে জাহিদের ভুয়া পরিচয়ের বিষয়টি নিশ্চিত হয়ে তাকে পুলিশে সোর্পদ করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ ৩২তম বিসিএস প্রশাসন ক্যাডারে উর্ত্তীণ হয়ে সহকারী তথ্য কমিশনার পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করেছে।
আটকের সময় জাহিদের কাছ থেকে নিজ নামের তথ্য কমিশনার পরিচয়ের ভিজিটিং কার্ড, সমাজ সেবা অধিদফতরের দৃষ্টি প্রতিবন্ধীর কার্ড, জাতীয় পরিচয় পত্র ও বাস-ট্রাক ওনার্স গ্রুপের শিক্ষক পরিচয়ের একাধিক আইডি কার্ড পাওয়া যায়।
এ নিয়ে জাহিদের বিরুদ্ধে সাদুল্যাপুর থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানা যায়।