
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে আর ভি কোল্ডষ্টোরেজ এর সামনে ঢাকা -রংপুর মহাসড়কে উপর আজ শুক্রবার ভোরে অপর গাড়ীকে ওভার টেক করতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়ড় গামী অপু পরিবহন নামে একটি কোচ নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় এঘটনায় দূর্ঘটনাস্থলে কোচের হেলপার ও যাত্রী এক শিশুসহ নিহত- ২ আহত ১২।
এখবর নিশ্চিত করেন সাদুল্যাপুর থানার ধাপেরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ।
নিহতরা হলেন পঞ্চগড় জেলার বাসিন্দা কোচের হেলপার সাইফুল মিয়া (৪০) ও ঢাকার মিরপুর-১১ নম্বরের বাসিন্দা সরফরাজের মেয়ে চাঁদনি আক্তার (১০)। চাঁদনি মায়ের সঙ্গে সৈয়দপুরে খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল।