
সম্প্রতি বিগত ছাত্র আন্দোলনসহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীসহ অব্যাহত সাংবাদিক নির্যাতন বন্ধে সময়পোযোগি আইন প্রণয়নের দাবিতে প্রেসক্লাব গাইবান্ধা আয়োজনে আজ ১৩ আগষ্ট সোমবার বিকালে ব্রীজ রোডস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি শেখ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন সহ সভাপতি এরশাদ আলম পুন্নু, হারুনার রশিদ, আবু নাসের তুহিন,সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক খোরশেদ আলম স্বপন,শাহজাহান সিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,কোষাধ্যক্ষ তপন চন্দ্র দাস, ক্রীড়া সম্পাদক জয় কুমার, সমাজ কল্যান সম্পাদক আসাদুজ্জামান রুবেল, সদস্য জহুরুল ইসলাম, শাহরিয়ার কবির আকন্দ, রেজাউল করিম,হায়দার আলী, মশিউর রহমান,শামীম আহম্মেদ, মামুনুর রহমান,আপেল মাহমুদ, শাহ আলম,আখতার হোসেন ওপেল, জাকারিয়া হাবিব, শাহরিয়ার হোসাইন, মাসুদ, প্রমুখ।
সরকারের কাছে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করে ও অবিলম্বে সরকারকে সাংবাদিক নির্যাতন বন্ধে সময়পোযোগি আইন প্রণয়নসহ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।