
জাতীয় সংসদের হুইপ গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, ‘একাত্তরের পরাজিত শত্রুরা বাংলাদেশের উন্নয়ন সহ্য করতে পারে না। ওরা বাংলাদেশকে থামিয়ে দিতে চায়। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা বেঁচে থাকতে তা কখনোই হতে দেয়া হবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে, এই ধারা অব্যাহত থাকবেই।’ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ৩১ আগস্ট শুক্রবার সকালে গাইবান্ধার মোল্লারচরে এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘শোককে শক্তিতে পরিণত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন-অগ্রগতিকে ত্বরান্বিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। এসময় হুইপ গিনি এমপি, সকলকে অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হবার আহবান জানিয়ে বলেন, একাত্তরের পরাজিত শত্রুরা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একাত্তরের চেতনায় সব ষড়যন্ত্রকে গুড়িয়ে দিতে হবে ।’
মোল্লারচর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত মোল্লারচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোকসভায় অতিথি হিসেব বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল করিম রেজা, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মোল্লারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাইদুজ্জামান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব। এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।