
নিরাপদ সড়কের দাবি ও রাজধানীতে বাস চাপায় দুই স্কুল শিক্ষার্থী হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা আজও সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে।
শনিবার সকাল পৌনে ১২ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও শান্তিপূর্ণ মানববন্ধন পালন করে শিক্ষার্থীরা। ৪০ মিনিটের এ কর্মসুচিতে শহরের বেশ কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।
এসময় কোমলমতি শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সদর থানা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা পিপিএম তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে শান্তিপূর্ন মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ঘরে ফিরে যায়।