
রাজধানীর বনানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিলটি কামাল আতাতুর্ক রোড থেকে শুরু হয়ে কাকলী মোড়ে গিয়ে শেষ হয়। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা মিছিলে অংশ করেন।
শুক্রবার সকাল সোয়া ৯টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি মিছিল বের হয়।
এর আগে ২২ জুন সকাল ৮ টার সময় পুলিশকে ফাঁকি দিয়ে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর কল্যাণনপুর একটি বিক্ষাভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেন ঢাকা মহানগর পশ্চিম বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী। মিছিলটি কল্যানপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে শ্যামলী অভিমুখে এসে কোনো এক জায়গায় এসে শেষ হয়।
এছাড়া গত ১০ ও ১৭ মার্চ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরিয়ে এসে মিছিলে অংশ নেন রিজভী। গত ৩০ জানুয়ারি থেকে গ্রেপ্তার এড়াতে দলের কার্যালয়ে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই তিনি দলের পক্ষে নিয়মিত সংবাদ সম্মেলন করছেন।
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. আক্তারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই আদালত খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির সবাইকে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা অর্থদণ্ডে দণ্ডিত করেন। এ অর্থদণ্ডের টাকা প্রত্যেককে সমান অঙ্কে প্রদান করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। রায়ের পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে আছেন খালেদা জিয়া।