
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে যশোরের শার্শা উপজেলার নারিকেলবাড়িয়া ও শিকড়ি এলাকা থেকে প্রায় ৭৫ কেজি সোনার বারসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক তিন ব্যক্তি হলেন শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মোঃ মহিউদ্দিন এবং বেনাপোলের বাসিন্দা সফুরা খাতুন ও ইসরাফিল। উদ্ধার হওয়া সোনার দাম প্রায় ৩৬ কোটি ৭৭ লাখ টাকা।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, ভারতে পাচারের সময় পৃথক অভিযান চালিয়ে ৭৪ কেজি ৭৫৯ গ্রাম ওজনের ৬৩৬টি সোনার বারসহ তিন ব্যক্তিকে আটক করা হয়। তারা সোনা পাচারের বাহক হিসেবে কাজ করছিলেন।