
বিনোদন ডেস্ক: অবশেষে গ্ল্যামার জগতে পা রাখলেন শাহরুখ খানের একমাত্র কন্যা সুহানা খান। ভারতের বিখ্যাত ম্যাগাজিন ‘ভোগ ইন্ডিয়া’র আগস্ট সংখ্যার প্রচ্ছদে স্থান করে নিয়েছেন তিনি। নিয়ে প্রথমবারের মতো শোবিজে নিজেকে তুলে ধরলেন সুহানা খান।
ভোগ মোড়ক উন্মোচন করেন শাহরুখ খান। ঠিক ১৮ বছর আগে শাহরুখ নিজে কভার হয়েছিলেন ভোগে। আর ঠিক ১৮ বছর পর সেই ম্যাগাজিনের কভার উন্মোচন করে নিজ কন্যাকে দেখলেন আন্তর্জাতিক মিডিয়ায়। এসময় আবেগী ছিলেন এই বলিউড বাদশা।
টুইটারে শাহরুখ লিখেছেন, ‘জন্মের পর কন্যাকে দুই বাহুতে তুলে নিয়েছিলাম। এরপর আবারো আজ সুহানাকে দুই বাহু দিয়ে তুলে ধরলাম। ‘ভোগ ইন্ডিয়া’-কে ধন্যবাদ।’
সুহানার গ্ল্যামার জগতে পদার্পনে স্বাগতম জানিয়েছেন বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহর। ধারনা করা হচ্ছে তার হাত ধরেই বলিউডের রুপালি পর্দায় নাম লেখাবে সুহানা খান।