
ভারতের পাঞ্জাব প্রদেশের স্বাধীনতার জন্য গণভোটের দাবিতে লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে বিশাল জনসমাবেশ করেছে খলিস্তানি ‘শিখস ফর জাস্টিস’ নামে একটি সংগঠন।
২০২০ সালে ওই গণভোট করার দাবিতে সোমবার (১৩ আগস্ট) এই সমাবেশের আয়োজন করা হয়।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের দাবি, এই সংগঠন এবং আন্দোলনে প্রত্যক্ষ সহায়তা করেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই।
নয়াদিল্লি বারবার লিখিত এবং মৌখিক অনুরোধ করা সত্ত্বেও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সরকার নিষিদ্ধ করেনি সরাসরি ভারত-বিরোধী এই সমাবেশটিকে। এর ফলে ভারত-ব্রিটেন সম্পর্ক কিছুটা চাপের মধ্যে পড়ায় নিঃসন্দেহে উদ্বিগ্ন ভারত।
পাশাপাশি আইএসআই যেভাবে খলিস্তানি নেতাদের উস্কানি দিয়ে কানাডা এবং ব্রিটেনে বসবাসকারী শিখ সম্প্রদায়কে ভারত-বিরোধিতার কাজে লাগাচ্ছে তাতে আরও বেশি উদ্বিগ্ন সাউথ ব্লক।
এর আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ জানিয়েছিলেন, ২০২০-র গণভোট নিয়ে পঞ্জাবে কারও মাথাব্যথা নেই। ট্রাফালগার স্কোয়ারের সমাবেশটি সম্পর্কে তিনি বলেন, ‘পঞ্জাবে অশান্তি তৈরি করে দেশে বিদ্বেষ সৃষ্টির জন্য এটি আইএসআই-এর চক্রান্ত।’