
বুধবার রাতে ভারতের চেন্নাইয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বিপিএল এর গভর্নিং কাউন্সিলরের চেয়ারম্যান, ঢাকা ক্লাবের সভাপতি ও একমি ল্যাবরেটরিজ লিমিটেডের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা ইন্তেকাল করেছেন।
দীর্ঘদিন ধরে তিনি যকৃতের ক্যানসার ও কিডনির সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। সিনহার মৃত্যুতে আবাহনী ও মোহামেডান ক্লাব সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শোক জানিয়েছে।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, বৃহস্পতিবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ ঢাকায় আনা হতে পারে।