
প্রধানমন্ত্রী বললে পদত্যাগ করতে রাজী আছেন জানিয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিএনপির কথায় আমি পদত্যাগ করব না। কারণ জনগণ আমার পদত্যাগ চায়নি, ছাত্ররাও আমার পদত্যাগ চায়নি। তবে প্রধানমন্ত্রী যদি চান তবে আমি প্রস্তুত।’
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বিতর্কিত মন্তব্যে পদত্যাগের দাবি প্রসঙ্গে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী নির্দেশ দিলে পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বললে আমি পদত্যাগ করবো।’
সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার বিষয়ে সচিবালয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে নৌমন্ত্রী শাজাহান খানের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ সময় তিনি মৃদু হেসে ভারতের মহারাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত হওয়ার তুলনা করে বলেন,‘আজকের বিষয়ের সঙ্গে এটি রিলেটেড নয়। মহারাষ্ট্রে এক দুর্ঘটনায় ৩৩ জন নিহত হলেও কোনও হৈ চৈ হয় না। অথচ বাংলাদেশে সামান্য কিছুতেই হইচই হয়।’
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের এমন বক্তব্যের পরই প্রতিবাদে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা এবং নৌমন্ত্রীর পদত্যাগ সহ ৯ দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে ঢাকার বিভিন্ন জায়গায় বৃহস্পতিবারও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়, মিরপুর রোড, ফার্মগেট, যাত্রাবাড়ীসহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। গত তিনদিন ধরে চলমান ছাত্র বিক্ষোভ সামাল দিতে বৃহস্পতিবার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি বলে মনে হচ্ছে।সূত্র-আরটিএনএন