
বাঙ্গালীর আকাংঙ্কা পূরুনে প্রতিক নৌকা,দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা মার্কায় ভোট দিন অতীতের কাজ-কর্ম মুল্যায়ন করে একাদশ সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আজ ১৪ আগষ্ট মঙ্গলবার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর বাজারে সর্বস্তরের মানুষের সাথে গণসংযোগ করা কালে নৌকায় ভোট চাইলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সাংসদ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। তিনি আরও বলেন, আমি ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত এই আসনে সংসদ সদস্য হিসেবে এলাকার উন্নয়নে কি না করেছি তা একবার ভেবে দেখবেন। আবারো যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বিশ্বরত্ন শেখ হাসিনা আমাকে সুযোগ দেন তবে আপনাদের ভোটে জয়ী হয়ে অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করবো।
এসময় উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক যুবলীগ নেতা আলতা মাসুল ইসলাম শিল্পী,সাবেক ছাত্রলীগ নেতা সরদার আলকাস উদ্দিন, ডাঃ রাফিয়া আক্তার রিনা,ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা পল্বব মিয়া সহ স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামীলীগের শতভাগ মনোনয়ন প্রত্যাশী এই নেতা উপস্থিত সকলের উদ্দেশে বলেন,উন্নয়নে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। কিন্তু যে প্রতিনিধির মাধ্যমে উন্নয়ন ঘটবে তাকে ভাল হতে হবে। নইলে উন্নয়ন ব্যহৃত হবে। এ কারণে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।