
বগুড়া শহর এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ও ম্যাগজিনসহ আশিক (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক শহরের নিশিন্দারা মধ্যপাড়ার নিলু শেখের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। এসময় নিলু শেখের ছেলে আশিকের হেফাজতে থাকা দু’টি পিস্তল ও দু’টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় নিলু শেখের বাড়িতে অভিযান চালায়।