
গাইবান্ধা জেলার ফুলছড়িতে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থসহ অতিদরিদ্রদের মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে ২০ কেজি করে চাল বিতরনের উদ্বোধন করেছেন ডেপুটি স্পিকার।
১৭ আগষ্ট আগষ্ট শুক্রবার সকালে সাবেক উপজেলা পরিষদ চত্বরে গজারিয়া ইউনিয়নের ৩ হাজার ১৮৩টি পরিবারের মাঝে ২০ কেজি করে ৬৩ দশমিক ৬৬০ মেট্রিক টন এবং ফজলুপুর ইউনিয়নের ৩ হাজার ৭১০টি পরিবারের মাঝে ২০ কেজি করে ৭৪ দশমিক ২০০ মেট্রিক টন চাল বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল হোসেন, ফজলুপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তদারকি অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার নজমুল হুদা, গজারিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তদারকি অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকি, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম (লোকাল), গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল আলম, ফজলুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হানিফ প্রামাণিক, গজারিয়া ইউপি সচিব মোয়াজ্জেম হোসেন, গজারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জিহাদুর রহমান মওলা, আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন প্রমুখ।
অপরদিকে উপজেলার উড়িয়া ইউনিয়নের ২ হাজার ৮১৫ টি পরিবারের মাঝে ২০ কেজি করে ৫৬ দশমিক ৩০ মেট্রিক টন চাল ও উদাখালী ইউনিয়নে ৪ হাজার ১৬৫ টি পরিবারের মাঝে ২০ কেজি করে ৮৩ দশমিক ৩০ মেট্রিক টন চাল বিতরনকালে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, উড়িয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তদারকি অফিসার ও উপজেলা বিআরডিবি অফিসার (ভারপ্রাপ্ত) আবু সালেহ, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাতাব উদ্দিন, উদাখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তদারকি অফিসার ও সহকারী উপজেলা ইন্সস্ট্রাক্টর মহিদুল হাসান, উদাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল হক , সাধারন সম্পাদক শাহ আলম যাদু, ইউপি সচিব শাহা আলী প্রমুখ।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, ফুলছড়ি উপজেলায় ৭টি ইউনিয়নে ভিজিএফ কার্ডের মাধ্যমে ২৭ হাজার ২০৯টি পরিবারের মাঝে ২০ কেজি করে বিতরণের জন্য ৫৪৪ দশমিক ১৮০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। পবিত্র ঈদুল আযহার আগেই পর্যায়ক্রমে অতিদরিদ্রদের মাঝে এসব খাদ্যশস্য বিতরণ করা হবে।