
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জিব্রিল রাজবকে এক বছরের জন্য নিষিদ্ধ করল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বছরের শুরুতে ইসরাইলে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ ঠেকাতে তিনি দেশটির ফুটবল ভক্তদের লিওনেল মেসির জার্সি ও ছবি পোড়াতে বলেছিলেন। খবর আল জাজিরা
শুক্রবার ফিফার শৃঙ্খলা কমিটি এক বিবৃতিতে বলেছে, ‘জিবরিল রাজৌবের বক্তব্য ঘৃণা ও সহিংসতাকে উস্কে দিয়েছে। তার মিডিয়ায় বিবৃতি দিয়ে তিনি সমর্থকদের মেসির জার্সি ও ছবি পুড়িয়ে ফেলতে উস্কানি দিয়েছেন।’
বিশ্বকাপের আগে ইসরাইলে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। সেসময় ম্যাচটি না খেলতে লিওনেল মেসিদের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনের ফুটবল অ্যাসোসিয়েশন। পরে অবশ্য নিরাপত্তার কারণ দেখিয়ে ম্যাচটি বাতিল করে আর্জেন্টিনা।
এ ব্যাপারে ফিফার কাছে ইসরাইল নালিশ দেয়ায় সব ধরনের ফুটবল থেকে জিব্রিল রাজবকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হলো। একই সঙ্গে ফিফা তাকে ২০ হাজার ডলার জরিমানাও করেছে। তার ওই উত্তেজনা ছড়ানো ঘোষণার জন্য ফিফা তাকে এ শাস্তি দিয়েছে বলে শুক্রবার বিশ্ব ফুটবলের ওই নিয়ন্ত্রক সংস্থার দেয়া বিবৃতিতে জানানো হয়।
কিন্তু ওইসময় মেসিকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জিবরিল রাজৌবকে ফুটবলের সকল প্রকার কর্মকাণ্ড থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। সেই সাথে তাকে ২০ হাজার ডালার জরিমানাও করা হয়েছে।
প্রসঙ্গত, জুনে জেরুজালেমের টেডি কলেক স্টেডিয়ামে ইসরাইলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে ফিলিস্তিনিরা। কারণ টেডি স্টেডিয়ামটি যে স্থানে নির্মাণ করা হয়েছে একসময় সেখানে এক সময় ফিলিস্তিনি একটি গ্রাম ছিল। ১৯৪৮ সালে ইসরাইল গ্রামটি দখল করে নেয়।
সেসময় ম্যাচটি বাতিলের আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানিয়েছিলেন রাজৌব। সেই সাথে রাজৌব আর্জেন্টিনা ও মেসির বিরুদ্ধে প্রচারণা শুরু করেন। সেসময় তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘আরব ও মুসলিম দেশে মেসির ১০ মিলিয়ন ভক্ত আছে। আমি তাদের মেসির জার্সি ও ছবি পোড়ানোর আহ্বান জানাচ্ছি।’