
প্রেসক্লাব গাইবান্ধা এর সভাপতি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে ঈদ পুনঃমিলনী ও জরুরী আলোচনা সভা আজ ২৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৩ টায় ক্লাবের অস্থায়ী কার্যালয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় ক্লাবের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন, প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক অর্থনীতির কাগজ এর জেলা প্রতিনিধি এবং জাতীয় সাপ্তাহিক জয়ভিশনের সহকারি বার্তা সম্পাদক নুরুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক ও মুভি টিভির জেলা প্রতিনিধি এবং দৈনিক যুগের আলো পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ও দৈনিক গণ আলোর জেলা প্রতিনিধি তপন চন্দ্র দাস, ক্রীড়া সম্পাদক ও কিডস টিভির জেলা প্রতিনিধি জয় কুমার, সমাজ কল্যাণ সম্পাদক ও বিকে টিভির জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রুবেল, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক আলোকিত সকাল এবং বিটিসি অনলাইনের জেলা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ, কাযকরী সদস্য ও দৈনিক আখিরার জেলা প্রতিনিধি শাহ- আলম,সদস্য ও দৈনিক চলমান সংবাদ এর জেলা প্রতিনিধি আতোয়ার রহমান রানা, সদস্য ও দৈনিক প্রত্যাশা প্রতিদিন এর জেলা প্রতিনিধি নুর হোসেন বাবু সদস্য ও জাতীয় জয় ভিশন ব্যুরো প্রধান মোঃ শহিদুল ইসলাম আকন্দ,দৈনিক আজকের জনগণ পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি ফরহাদ হোসেন প্রমুখ।
উপস্থিত সদস্যদের একে অপরের সঙ্গে ঈদ পরবর্তি কুশল বিনিময় করেন।