
‘যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ’- এই শ্লোগান নিয়ে গাইবান্ধা সরকারী কলেজের সাধারন শিক্ষার্থীরা আজ ৯ আগষ্ট বৃহস্পতিবার গাইবান্ধা শহরে আনন্দ মিছিল করে। নিরাপদ সড়কের ৯ দফা দাবি মেনে নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনন্দ মিছিল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
মিছিলটি গাইবান্ধা সরকারী কলেজ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশে গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আসিফ সরকার, সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুনসহ কলেজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।