
পাবনায় সুবর্ণা আক্তার নদী (৩২) নামের এক নারী সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি আনন্দ টিভির পাবনা প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে পাবনা শহরের রাধানগরে নিজ বাসার সামনে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
তার মৃতদেহ পাবনা জেলা সদর হাসপাতালে রাখা আছে। সুবর্ণা আক্তার নদী জেলার আটঘরিয়া উপজেলার বাসিন্দা।
ঘটনাটি শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।