
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের গোপালপুর গ্রামে এক শিশু কে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে এক যুবক নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে যায়, আজ ২৪ আগষ্ট শুক্রবার দুপুর ১ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের গোপালপুর নয়াপাড়া গ্রামের তুহিন নামে ১২ বছরের এক শিশু বাড়ির পাশের এক খালের ব্রীজের উপর থেকে ঝাঁপ দিয়ে খালে গোসল করতে নামে। এ সময় খালে অত্যাধিক পানির স্রোত থাকায় উঠতে না পেরে পানির স্রোতে ভেসে যেতে থাকে তা দেখে তাকে উদ্ধারে পানিতে ঝাঁপ দেন তার প্রতিবেশী মাহবুর নামে এক যুবক। পরে দুজনই পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কিছুদূরে তুহিনের মৃতদেহ উদ্ধার করে।
মাহবুব ডুবে যাবার পর তৎক্ষনাত মাহবুবকে খুজেঁ পাওয়া না গেলেও এর প্রায় ঘন্টাদুয়েক পরে পানিতে খোঁজ চালিয়ে মাহবুবের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
জানা যায়, তুহিন (১২)অত্র গ্রামের রাজ্জাকের পুএ এবং মাহবুব (২২)একই গ্রামের হাসমতের পুত্র। পানিতে ডুবে একই গ্রামের এক শিশু ও যুবক নিহত ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।