
“মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য, যুবদের জাগরণের মধ্য দিয়েই নির্মিত হবে সমৃদ্ধ বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী যুব-জাগরণ স্বেচ্ছাসেবী সংস্থা’র উদ্যোগে গাইবান্ধার সন্ধানী ডোনার ক্লাবের সহযোগিতায় বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা-স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পলাশবাড়ী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক আলোচনা সংগঠনের আহবায়ক একেএম আখতারুজ্জামান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা অধ্যক্ষ জাহিদুল ইসলাম ও উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সংগঠনের যুগ্ম আহবায়ক শাকিউল ইসলাম বাপ্পি।