
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার আনসার ভিডিপি সদস্য মজিবর রহমান (৪৫) ও এ এসআই বাদল আজ ১৭ আগষ্টআগষ্ট শুক্রবার সকালে মটরসাইকেল যোগে গাইবান্ধা যাওয়ার পথে মাঠেরহাট নামক স্থানে অটোভ্যানের ধাক্কায় দূর্ঘটনা কবলিত হয়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদানকালে আনসার সদস্য মজিবরের অবস্থা অবনতি হলে আশংঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গাইবান্ধা সদর হাসপাতালে আহত পুলিশ কর্মকর্তা চিকিৎসাধীন রয়েছে।
এদিন শেষে রাতে নিহত মজিবরের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ভারঃ) মোস্তাফিজুর রহমান।এসময় নিহতের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।
নিহত আনসার সদস্য মজিবর রহমান পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের বেংগুলিয়া গ্রামের নুরুল হকের ছেলে।মৃত্যুকালে মজিবুরের মা, স্ত্রী ও তিনটি পুত্র সন্তান সহ বহু গুনাগ্রাহী রেখে যান।
আগামীকাল ১৮ আগষ্ট শনিবার বেঙ্গুলিয়া হাইস্কুল মাঠে সকাল ১০ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।