
গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য মজিবর রহমান সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় গাইবান্ধা জেলার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। এবং তাৎক্ষনিকভাবে মৃত মজিবর রহমানের পরিবারের নিকট নগদ ১০,০০০/- টাকা আর্থিক অনুদান প্রদান করেন। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান মৃতের পরিবারের নিকট অনুদান হস্তান্তর করেন এবং জানাযায় অংশগ্রহন করেন।

মৃত মজিবর রহমান উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলিয়া গ্রামের নুরুল হকের ছেলে।সে অত্র এলাকায় সহজ সরল ও সৎ মানুষ হিসেবে সুপরিচিত। তাঁর আত্নার মাগফিরাত কামনা করছে জেলা ও থানা পুলিশ সহ উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠন সমূহ।