
চলমান মাদক বিরোধী অভিযানে গাইবান্ধা জেলার পলাশবাড়ী – গাইবান্ধা সড়কের ঢোলভাঙ্গা বাজারে আজ শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিক্তি তল্লাসি চালিয়ে চট্টগ্রাম হইতে আগত সোনালী ক্লাসিক ঢাকা মেট্রা ব- ১১-৬৬২০ বাসের এর চালক আব্দুল কুদ্দুস (৩৫)ও হেলপার ওসামন গনি (৩৬) এ দুই মাদক ব্যবসায়ীর নিকট হতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও বাসটিসহ আটক করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
পলাশবাড়ী থানার এসআই রেজাউল করিম ও সঙ্গীয় ফোর্স এ দুই মাদক কারবারি কে হাতে নাতে এ বাসটি সহ আটক করে।
ইয়াবাসহ আটককৃতরা হলো গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের খোলাহাটি গ্রামের আব্দুল লতিফ সিকদারের ছেলে বাস চালক ১। আব্দুল কুদ্দুস (৩৫) ও ২। ওসমান গনি (৩৩) সুন্দরগঞ্জ উপজেলার ধুমাইটারি গ্রামের মৃত দারাজ ব্যাপারীর ছেলে।
এখবর নিশ্চিত করে এ সংক্রান্ত মামলার তদন্তকারী কর্মকর্তা সঞ্চয় কুমার ও থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে অত্র থানায় মামলা দায়ের হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।