
দিনাজপুরের কাহারোলে নৈশ কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই মারা যান বাস ও ট্রাকের দুই চালক।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কাহারোল উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের মুকুন্দপুর ইউনিয়নের বটতলা পীরের হাটে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর দুটি গাড়িতেই আগুন লেগে যায়। এতে নৈশ কোচ ও ট্রাকের দুই চালকই দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার রুহুল আমীন জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী নৈশ কোচ কেয়া পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-১৭৪০) এবং বিপরীতমুখী একটি ট্রাকের (যশোহর-ড-১১-৪১৩২) মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় বাস ও ট্রাকে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই পুড়ে মারা যান বাস ও ট্রাকের দুই চালক। পরে রাত ১০টা ২২ মিনিটে দিনাজপুর থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, তারা গাড়ির ভেতর থেকে দুই চালকের দগ্ধ মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
নৈশ কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আগুনের ভয়ে পুড়ে যাওয়া গাড়ির কাছে যেতে পারেননি স্থানীয়রা
প্রত্যক্ষদর্শী বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রোকনুজ্জামান বিপ্লব জানান, দুর্ঘটনার পর বাসে আগুন ধরে য়ায়। এ সময় যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি করে বাস থেকে নেমে পড়ে।
আগুনের কারণে আশপাশের মানুষও ভয়ে দুর্ঘটনাস্থলের কাছে যেতে পারেননি। এদিকে এই ঘটনার পর ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। রাত ১টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।