
গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বলেছেন, সড়ক দূর্ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সকলকে সচেতন হতে হবে। তবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের নামে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পুলিশ তা কঠোর হস্তে দমন করবে। অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। সড়ক দূর্ঘনা প্রতিরোধের পাশাপাশি মাদক, জুয়া ও সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে গাইবান্ধা জেলা পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেলে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথা মোড়ে যানবাহনের চালক, যাত্রীদের সচেতনতা সৃষ্টির পাশাপাশি ফিটনেন্স বিহীন অবৈধ যানবাহন ও ড্রাইভিং লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা শেষে উপস্থিত সাংবাদিকদের উদেশ্যে তিনি এসব কথা বলেন। এসময় জেলা ট্রাফিক পুলিশের টিআই আতাউর রহমান, থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, টিআই বেলাল হোসেন ও ট্রাফিক সার্জেন্ট গোলাম আজম, তৌহিদুল আরেফিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।