
নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বৃহস্পতিবার নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সংগঠনের সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মাকর্সবাদী গাইবান্ধা জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, নারী মুক্তি কেন্দ্র জেলা সহ-সভাপতি সুভাসিনী দেবী, ছাত্রফ্রন্ট জেলা সভাপতি শামীম আরা মিনা প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯৫ সালের ২৪শে আগস্ট দিনাজপুরের কিশোরী ইয়াসমিনকে পুলিশের কতিপয় সদস্য গণধর্ষণ করে হত্যা করে। সেসময় প্রতিরোধ গড়ে তোলে দিনাজপুরবাসী এবং বিচারে মৃত্যুদন্ড হয় অপরাধীদের। সেইদিন থেকে ২৪ আগস্টকে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের ঘোষণার দাবী জানিয়ে আসছে প্রতিবাদী নারী সমাজ। কিন্তু আজ পর্যন্ত সেই দাবী বাস্তিবায়ন করে নাই রাস্ট্র। অবিলম্বে ২৪শে আগস্টকে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণার দাবি জানান। সেইসাথে মাদক, জুয়া, অপসংস্কৃতি, অশ্লীলতা, পর্ণোগ্রাফি, নারী-শিশু নির্যাতন, হত্যা ও মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী।