নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল ১৮ আগষ্ট শনিবার আলোচনা ও সংলাপ পাঠের আয়োজন করেছিল গাইবান্ধা থিয়েটার।
গাইবান্ধা ল” কলেজ কিন্ডার গার্টেন মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে গাইবান্ধা থিয়েটার সভাপতি আলমগীর কবীর বাদলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ফারুক শিয়র চিনু,নাট্যকার শাহ আলম বাবলু, তৌহিদ আলামীন বীর,জোবায়ের হোসেন মনির প্রমুখ।
পরে সেলিম আল দীনের বাসন নাটক থেকে সংলাপ পাঠ করেন আরিফুল ইসলাম বাবু, রাশেদুর রহমান রিমন।এছাড়া সেলিম আল দীনের স্মৃতিচারন করতে গিয়ে নাটকের সংলাপ পাঠ করে শোনান বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ফারুক শিয়র চিনু।