
নাটোরে ৬৬৫ পিস ইয়াবা উদ্ধার এবং ৩ মহিলাসহ ৪জনকে আটক করেছে র্যাব-৫ | শনিবার সন্ধায় নাটোর সদর থানার চকবৈদ্যনাথ গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক কৃতরা হলেন নাটোরের সিংড়া উপজেলার সিংড়া সরদারপাড়া মহল্লার বিল্লাল হোসেনের স্ত্রী সাগরিকা২০,নিঙ্গইন গ্রামের মৃত আলিম উদ্দিনের স্ত্রী রাহেলা বেগম-৫০, লোকমান হোসেনের স্ত্রী নাজমা খাতুন-৩৫ এবং সিংড়া সরকারপাড়া মহল্লার মৃত দবির হোসেনের ছেলে শহিদুল ইসলাম-৫০।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের এর এ,এস, পি আজমল হোসেন জানান, গোপন সুত্রে র্যাবের গোয়েন্দা ইউনিট জানতে পারে কতিপয় ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নাটোর জেলার সদর থানার চকবৈদ্যনাথ গ্রামে আবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে চকবৈদ্যনাথ গ্রামে অভিযান পরিচালনা করে ৬৬৫ পিস ইয়াবা , ইয়াবা বিক্রর নগত ২৪১৫ টাকা এবং ৪টি মোবাইল সহ ৪জনকে আটক করা হয়। আজমল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ীগন জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে চকবৈদ্যনাথ গ্রামে আবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করেছে। পরে নাটোর থানায় তাদের সোপর্দ করা সহ মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।