
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে কাবিল শেখ (৪২) নামে এক মাদক ব্যাবসায়ী নিহত হয়েছে। এ সময় র্যাবের দুই সদস্য আহত হয়েছে।
পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মহিষভাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কাবিল শেখ উপজেলার জোনাইল গ্রামের মৃত শহিদুল শেখের ছেলে।
এ সময় র্যাব সদস্যরা তাদের দিকে এগুতে গেলে তারা র্যাবকে লক্ষ করে গুলিবর্ষণ করে। র্যাবও অত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ে কাবিল শেখ গুলিবিদ্ধ হয়ে মাঠের মধ্যে পড়ে যায় এবং অন্যরা পালিয়ে যায়।
পরে সেখান থেকে আহত অবস্থায় কাবিল শেখকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
নিহত কাবিল শেখের বিরুদ্ধে থানায় একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে। বর্তমানে মৃতদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।