
বিনোদন ডেস্ক
দেশে তিনি চুটিয়ে কাজ করেন। দেশের বাহিরে কলকাতাতেও তার অভিনয় প্রশংসিত। ৩১ আগস্ট মুক্তি পেতে চলেছে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় মাহির নতুন ছবি ‘তুই শুধু আমার’।
যৌথ প্রযোজনায় তৃতীয় ছবি
এর আগে যৌথ প্রযোজনায় ‘অগ্নি ২’ এবং ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ ছবিতে অভিনয় করেছেন মাহি। ‘তুই শুধু আমার’ যৌথ প্রযোজনায় মাহির তৃতীয় ছবি। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মাহির সঙ্গে অভিনয় করেছেন সোহম এবং ওম।
মাহি যখন মডেল
‘তুই শুধু আমার’-এ মাহি এক মডেলের চরিত্রে অভিনয় করেছেন। এই মডেলের জীবনে অনেক উচ্চাকাঙ্খা। তা পূরণ করতে গিয়েই নানা ঘটনা ঘটে। সে নিয়েই এগিয়েছে ছবির গল্প। দুই নায়কের সঙ্গে কী ভাবে সম্পর্কে জড়িয়ে পড়েন তা রয়েছে চিত্রনাট্যে।
স্টারের সঙ্গে কাজ
এই ছবিতে সোহমের সঙ্গে অভিনয় করে আপ্লুত মাহি। তিনি বললেন, ‘আমি অভিনয়ে আসার আগে থেকেই সোহমের অভিনয় দেখি।
ওর ছোটবেলার একটা ডায়লগ, ‘হরলিক্স দাও না, চেটে চেটে খাব’র কথা মনে পড়ে। এমন স্টারের সঙ্গে কাজের মজাটাই আলাদা।’
ওম আমার ফেভারিট
মাহি জানালেন, ‘তুই শুধু আমার’-এ তার কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। তার কথায়, ‘ওম আমার ফেভারিট অ্যাক্টর। ওর সঙ্গে আগেও কাজ করেছি। তা ছাড়া পরিচিত হাউসে কাজ করতে ভালই লাগে।’বনির সঙ্গে আবার কাজ করতে চাই
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মাহির ছবি ‘মনে রেখো’। সেখানে বনি সেনগুপ্ত এবং জয়ী দেবরায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। বনি এবং ওম মাহির পছন্দের অভিনেতা। বনির সঙ্গে ফের কাজের ইচ্ছে প্রকাশ করলেন তিনি।