
দেশের উত্তরবঙ্গের মহাসড়কের চিহ্নিত দূর্ঘটনা প্রবন স্থান গাইবান্ধার পলাশবাড়ীতে চিহৃিত দূর্ঘটনাপ্রবণ এলাকা সদরের মহেষপুর-বাঁশকাটা এলাকায় সড়ক দূর্ঘটনা রোধে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের এর নেতৃত্বে জেলা ট্রাফিক ও পুলিশের সমন্বয়ে নির্দিষ্ট পয়েন্টে বিভিন্ন যানবাহন চলাচলে সচেতনতা মূলক বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানকালে নির্দিষ্ট চেকপোস্ট পয়েন্টে গত তিনদিনে চলাচলরত বাস-ট্রাক,কোচ মাইক্রোবাস,এ্যাম্বুলেন্স, সিএনজি ও মোটরসাইকেল চালকদের বিভিন্ন দিক-নির্দেশনা মূলক পরামর্শসহ যানবাহন সমূহের ফিটনেস,রোড পারমিট,সীটবেল না পড়া ও ড্রাইভিং লাইসেন্সসহ নানা ত্রুটিবিচ্যুতি যুক্ত থাকায় ওইসব যানবাহনের বিপরীতে প্রায় দেড়’শ মামলা রুজু করা হয়। গত ২৩ আগষ্ট সকাল থেকে ২৫ আগস্ট পর্যন্ত বিরতিহীন চলতি অভিযান কালে বিভিন্ন ত্রুটির কারনে যথাক্রমে ৩৫,৩২ ও ৭৬সহ ১’শ ৪৩ টি মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা সদরের অদূরে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের ব্র্যাক মোড় পয়েন্টে র্যাব গাইবান্ধা-১৩-এর এএসপি হাবিবুর রহমান হাবিব-এর নেতৃত্বে গত তিনদিন ধরে সড়ক দূর্ঘটনা রোধকল্পে চলমান অভিযান পরিচালিত হয়ে আসছে।
এ বিষযে এএসপি হাবিব জানান এ অভিযান পরিচালনা কালীন মহাসড়কের উক্ত পয়েন্টে কোন ধরনের দূর্ঘটনা ঘটেনি।চলমান এমন সতর্কতা মূলক অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে অন্যান্যদের মধ্যে র্যাব-১৩ ডিএডি জাহিদ,দেলোয়ার,ট্রাফিক ইন্সপেক্টর জিয়া,ট্রাফিক সার্জেন্ট গোলাম আজম,হাবিলদার আবু তাহের, নায়েক কামরুজ্জামান,এটিএসআই আব্দুর রশিদ, এএসআই রাজ্জাক,নায়েক কামরুজ্জামান ও কনস্টেবল রনিসহ সংশ্লিষ্টরা এসময় অংশ নেন।
মহাসড়কের দূর্ঘটনা প্রবন এলাকায় দুর্ঘটনা রোধে আইন শৃংখলা বাহিনীর চলমান অভিযানে স্থানীয়রা সহ যাত্রী সাধারন ও মালিক শ্রমিক সকলেই স্বস্তি প্রকাশ করছেন।