
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবালে নূর বাসমালিক মো. শাহাদাৎ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। এর আগে গাড়ির চালক মাসুম বিল্লাহকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বুধবার বিকেল বাসমালিক মো. শাহাদাৎ হোসেনকে গ্রেপ্তার ও গাড়ির চালক মাসুম বিল্লাহকে রিমান্ড দিয়েছে। গণমাধ্যমে পাঠানো র্যাব সদর দপ্তরের এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। খুর্দে বার্তায় বলা হয়, র্যাব-১ এর একটি দলের অভিযানে গ্রেপ্তার শাহাদৎ হোসেনকে এখন তাদের হেফাজতে রাখা হয়েছে।
অন্যদিকে ঢাকা মহানগর হাকিম এএইচএম তোয়াহা শুনানি শেষে চালকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদ আহমেদ এ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, মাসুম বিল্লাহ বলেছেন তিনি ইচ্ছেকৃতভাবে ওই দুই শিক্ষার্থীর ওপর বাস উঠিয়ে দিয়েছেন। তার সঙ্গে আর কে জড়িত, তা শনাক্ত করতে তাকে রিমান্ডে নেয়া প্রয়োজন।
নিহতরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম। ওই ঘটনার পর থেকেই বিমানবন্দর সড়কসহ বিভিন্ন এলাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। মঙ্গলবার থেকে এই বিক্ষোভের জেরে রাজধানীর ঢাকা প্রায় অচল হয়ে যায়।
এর মধ্যেই মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ ও বিআরটিসিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিয়ে একটি সভা হয়। সেখান থেকে ঢাকায় গণপরিবহনে অপ্রাপ্তবয়স্ক ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।