
চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান আলী খোকন (৩৫) ও সিরাজ নামে দু’ই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ডের বারইয়াঢালা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রমজান ও সিরাজ সীতাকুণ্ডের মহালক্কা এলাকার নুরুল আবছারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় শোসমাবেশস্থলের অদূরে রাস্তার পাশে ছুরিকাঘাতে আহত রমজান ও সিরাজকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তখন দু’জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার প্রথমে রমজানের মৃত্যুর খবর দিয়ে বলেন, গুরুতর আহতাবস্থায় রমজানকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজকে হাসপাতালের ক্যাজুয়েলিটি ওয়ার্ডে ভর্তি করা হলেও রাত সোয়া ১১টার দিকে তিনিও মারা যান বলে জানান চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ভুইয়া।
নিহত রমজান আলী খোকনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ ৬টি মামলা রয়েছে বলেও জানান ওসি।