
গাইবান্ধা জেলার উপর দিয়ে বয়ে যাওয়া উত্তরবঙ্গের একমাত্র মহাসড়কটিতে আবারো পৃথক দুর্ঘটনায় এক নারী নিহত ও প্রায় ৩২ জন আহত হয়েছে। জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ কঠোর অবস্থানের পরেও ঘটছে এসব দুর্ঘটনা। এ সড়কটিতে প্রতিনিয়ত ঘটছে এমন ছোট বড় দুর্ঘটনা। দুর্ঘটনার মুল কারন হিসাবে সচেতন মানুষ মনে করেন অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন, ত্রুটিপূর্ন যানবাহন, যানবাহন গুলোর অতিরিক্ত গতিতে চলানোর মাধ্যমে ওভার টেকিং করা। চালকের অসাবধানতা সহ নানা কারনে ঘটছে এসব দুর্ঘটনা হচ্ছে হতাহত ও প্রান হানি। দুর্ঘটনা রোধ করতে সকলেই আন্তরিক থাকলেও কিছুতেই কমছে না সড়ক দুর্ঘটনা।
আজ শনিবার বিকালে রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ২০ জন আহত হয়েছে।এ সংঘর্ষের সময় চালক নিয়ন্ত্রন হারালে বাস ও ট্রাক উল্টে খাদের পানিতে পড়ে। এসময় ট্রাকের চাপায় সাবানা বেগম (৪০) নামে এক অন্ত:সত্ত্বা নারী নিহত ও দুইচালকসহ কম পক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন।গোবিন্দগঞ্জের চক সিংহডাঙ্গা নামকএলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সাবানা বেগম চক সিংহডাঙ্গা গ্রামের আবদুস সালামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাইবান্ধা থেকে ছেড়ে আসা কেওয়াই ই যাত্রীবাহি বাসটি বগুড়া যাচ্ছিলো। বাসটি মহাসড়কের চক সিংহডাঙ্গা এলাকায় পৌঁছিলে রংপুরগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা সাবানা বেগম ট্রাকের চাপায় ঘটনাস্থলে মারাযান।এক পর্যায়ে দুই চালকেই নিয়ন্ত্রন হারালে সড়কের পাশে খাদের পানিতে পড়ে যায় বাস ও ট্রাকটি। এতে দুইচালকসহ বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদেও উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানারভার প্রাপ্তকর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সাভির্সেও কর্মীসহউদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহতদেও মধ্যে দুইচালকের অবস্থায় আশস্কাজনক। খাদে পড়া বাস-ট্রাক উদ্ধারে কাজ চলছে।
এরআগে এদিন দুপুর ১২টার দিকে গোবিন্দগঞ্জের কালিতলা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে সেতু পরিবহণের যাত্রীবাহি বাস খাদে পড়ে যায়। এসময় বাসের থাকা ১২ নারী-পুরুষ আহত হন। এ দুটি দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।