
গাইবান্ধা ডিবি পুলিশ গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইন সহ এক পেশাদার মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
২৯ আগষ্ট রাত অনুমানিক ৯ টা ৪৫ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানাধীন শিবপুর ইউনিয়নের সর্দারহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে হতে হেরোইন বিক্রয় করা কালীন সময় পেশাদার মহিলা মাদক ব্যবসায়ী মোছাঃ অমেলা বেগম(৩৮ ) কে ৩০ গ্রাম হেরোইন সহ আটক করে।
হিরোইন সহ গ্রেফতারকৃত অমেলা বেগম (৩৮) গোবিন্দগঞ্জ উপজেলার ভিটা সাকাইল গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান,উদ্ধার কৃর্ত হেরোইনের মূল্য ৩ লক্ষ টাকা। ধৃত মহিলা আসামী অমেলার বিরুদ্ধে আরো ০১টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ব্যপারে গোবিন্দন্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।