
গাইবান্ধারপুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার নিদের্শে সোমবার বিকাল ৫.৪৫ ঘটিকার সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান করা কালে গোপন সংবাদের ভিত্তিতে গেবিন্দগঞ্জ পৌরসভার পান্থাপাড়া এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রয় করা কালীন সময় মাদক ব্যবসায়ী ১। মিলটন(৩৩) পিতা মো আব্দুল রশিদ সাং পান্থাপাড়া থেকে ১০২পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। ডিবির ওসি মেহেদী হাসান জানান উদ্ধার কৃর্ত ইয়াবার মূল ৪০,৮০০/- টাকা। এ ব্যপারে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।