
গাইবান্ধার গোবিন্দগঞ্জ বোয়ালিয়া মোড়ে পবিএ ঈদ-উল- আযহা উপলক্ষে গাইবান্ধা জেলা পুলিশের সেবা ক্যাম্প করলেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। তিনি বলেছেন (১) যাএী বাহী চালকদের সচেতন করা, (২)যানজট বিহীন সড়ক মহাসড়ক গড়া,(৩)সড়ক মহাসড়ক ডাকাতি ছিনতাই মুক্ত করন,(ক) চোখ মুখ ধৌওয়ার ব্যাবস্থা( খ)চালকদের চা,খাওয়ানো ব্যাবস্থা (গ)সচেতনতামূলক লিফলেট বিতরন। সড়ক দূর্ঘটনারোধসহ ঈদে ঘরমুখো মানুষদের নিরাপদ-নির্বিঘ্নে ঘরে পৌছতে পুলিশকে সহায়তার মানসিকতায় সকলকে এগিয়ে আসতে হবে।
ঈদুল আযহাকে সামনে রেখে গাইবান্ধা জেলার সড়ক- মহাসড়কে সড়ক দূর্ঘটনা প্রতিরোধসহ নিরাপদ-নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চত করতে শনিবার রাতে গোবিন্দগঞ্জ থানা আয়োজিত এক জরুরি সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ,মজিবুর রহমান পিপিএম, ওসি তদন্ত আশরাফুজ্জামান।
সার্বজনিন জনস্বার্থ নিশ্চিত করনে সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নানা দিক-নির্দেশনা মূলক বক্তব্যে জনবান্ধব পুলিশিং সার্ভিস এবং সর্বোপরি সড়ক দূর্ঘটনা প্রতিরোধসহ সর্বক্ষেত্রে নিরাপদ সড়ক নিশ্চতকরনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।গৃহীত সিদ্ধান্ত সমূহ যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে তৃনমূল মাঠপর্যায়ে সম্মিলিতভাবে তা সফল করার মতামত ব্যক্ত করা হয়।