
গাইবান্ধার গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা মসজিদে হামলা ,ভাংচুর ,চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, শুক্রবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার কাটাবাড়ী ইউপি’র পলুপাড়া গ্রামের মৃত্যু আছাব আলী ফকিরের জামাতা সাইফুল আলম এর জমির আইল কাটা নিয়ে একই গ্রামের মৃত্যু কছির আকন্দের পুত্র আজেল হক ও তাজেল হকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ৫/৭জনের এক যুবক লাঠি সোটা নিয়ে সাইফুল ইসলামের শশুর বাড়ীর বাহিরে টিন সেট মসজিদে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে।মসজিদ ভাংচুরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।এ দিকে ভাংচুর ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এরিপোট লেখা পর্যন্ত থানায় সাইফুল ইসলাম বাদী হয়ে আজেল হক আকন্দ সহ ৬ জনের নাম উল্লেখ্য করে একটি অভিযোগ দায়ের করেছেন।