
গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার নির্দেশে মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধায় গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে এসআই মুসা, এসআই নাজমুল, এসআই হাবিব, এসআই শফিক, এএসআই আমিন সঙ্গীয় ফোর্সসহ গতকাল বৃহস্পতিবার রাতে কোমরপুর বাজারের হাঁসবাড়ী রোডে অভিযান চালিয়ে ২২৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন – গোবিন্দগঞ্জ দরবস্ত নয়াপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে জাফিরুল ইসলাম(২৮) অপরজন হলেন পলাশবাড়ী উপজেলার শ্রী কলা গ্রামের আঃ খালেক মিয়ার ছেলে শাহিন (২১)
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।