
গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ নাকাইহাট ইউনিয়ন এর শীতল গ্রামের এ লুৎফর রহমানের ছেলে লিমন (১০) কে আজ রাতে গলা পুরুষঙ্গ কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা। সে শীতল গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুথ শ্রেণীর ছাত্র । গতকাল ২৭ আগষ্ট সোমবার বিকাল থেকে নিখোজ ছিলো। আজ মঙ্গলবার পচাঁরভিটা থেকে লিমনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তবে কে লিমন হত্যা করেছে তা এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানান, লিমন প্রধান সোমবার সন্ধ্যায় নিখোঁজ হয়। লিমনের খোঁজ পেতে রাতে মাইকিং করে খোঁজাখোজি করা হয় বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ীতে। এরপরও লিমনের কোন সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে ওই স্থানে লিমনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতর মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে গাইবান্ধা সদর
হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।