
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা সদর জেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে শোকসভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকুর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সসভাপতি সৈয়দ শামস উল আলম হিরু,ভারপ্রাপ্ত জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সাইফুল আলম সাকা, আনোয়ারুল ইসলাম, মাহবুবুল আলম কোর্ট, মোস্তাক আহমেদ রঞ্জু, নির্বালেন্দু বর্মণ ভাইয়া, সরদার মো. শাহীদ হাসান লোটন, শাহ আহসান হাবীব রাজিব প্রমুখ।