
গাইবান্ধায় ২৪ গ্রাম হিরোইন ৬৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৮ আগষ্ট মঙ্গলবার রাত অনুমানিক ৮ টা ৩৫ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের চলমাুন মাদক বিরোধী অভিযান করা কালে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানাধীন কোচার শহর বাজারস্থ জনৈক রফিকুল ইসলাম এর চায়ের দোকানের সামনে হতে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বিক্রয় করা কালীন সময় পেশাদার মাদক ব্যবসায়ী ১।সাবু(৩০) কে ২৪ গ্রাম হেরোইন, ২। ছাকাদুল মন্ডল কে ৩৫০পিচ ইয়াবা ট্যাবলেট ও আসামী ৩। মনির হোসেন(৩২) কে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
হিরোইনসহ গ্রেফতারকৃত ১। সাবু (৩০) গোবিন্দগঞ্জ উপজেলার আরজি শাহাপুর গ্রামের মৃত শের মাহমুদের ছেলে, ইয়াবাসহ গ্রেফতারকৃত ২। ছাদেকুল ইসলাম মন্ডল একই গ্রামের মৃত বাচ্চু মন্ডলের ছেলে, ৩। মনির হোসেন (৩২) তারাগনা শাহাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান,উদ্ধার কৃর্ত হেরোইন ও ইয়াবার মোট মূল্য ৫ লক্ষ টাকা। উল্লেখ্য ১নং আসামী সাবু এর বিরুদ্ধে আরো ০২ টি মাদক মামলা এবং আসামী মনির হেসেনের এর বিরুদ্ধে০১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ব্যপারে গোবিন্দগন্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।