
সারাদেশের ন্যায় গাইবান্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়।
গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোক র্যালী, আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও মেডিকেল ক্যাম্প, সকল মসজিদে মিলাদ মাহফিল-মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পুষ্পস্তবক অর্পন শেষে শোক র্যালীর নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। শোক র্যালীটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা মিলনায়তনের সামনে শেষ হয়।

পরে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া,জেলা আওয়ামিলীগের সভাপতি এ্যাড, সৈয়দ সামস উল আলম হিরু, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, জেলা যুবলীগের সভাপতি সরদার শহিদ হাসান লোটন,সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজীব, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মাদ আসিফ প্রমুখ।
এছাড়া জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, ছাত্রলীগ, গাইবান্ধা পৌর পরিষদ, সরকারি মহিলা কলেজ, জেলা জজশীপ ও আইনজীবি সমিতি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনায় করা হয়।