
গাইবান্ধায় জেলা পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করতে ১২ আগষ্ট রাতে গাইবান্ধা আগমন করে পরের দিন ১৩ আগষ্ট দিনব্যাপী বিভিন্ন কর্মসুচীতে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহন করেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। দিনটির শুরুতেই সার্কিট হাউজে জেলা পুলিশের পক্ষ হতে আনুষ্ঠানিকভাবে সালাম ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশেষ অপরাধ সভায় আইন শৃংখলা নিয়ন্ত্রনে জেলা পুলিশের কার্যক্রম পরিচালনায় দিকনির্দেশনা মুলক আলোচনা, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পুলিশ কর্মকর্তাদের ক্রেষ্ট প্রদান ও জেলা পুলিশের বিশেষ কল্যান সভায় প্রধান অতিথি হিসেবে ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য অংশ গ্রহন করেন ।
এরপর জেলা পুলিশের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপারের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন ও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি,এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।
সন্ধ্যায় রংপুর রেঞ্জে যোগদান উপলক্ষে জেলা পুলিশ লাইন্স মাঠে সাংবাদিকদের সাথে মততবিনিময় সভা ও সূধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপস্থিত সকলের মতামত গ্রহন ও প্রদানকৃত মতামতের ভিক্তিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের সিদ্ধান নেন নবাগত ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।