
হাঁস-মুরগী, গরু-ছাগল পালন ও প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ২৬ জন শিক্ষিত যুবতী মেয়েদের ৩ মাসের প্যারাভেটস প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে গতকাল মঙ্গলবার ছিন্নমুল মহিলা সমিতি হলরুমে ভেটেনারীর উপকরণসহ কীট বক্স ও সনদপত্র প্রদান করা হয়। কীট বক্স ও সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।
ছিন্নমুল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শীদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুর রহমান, জেলা পশু সম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন সিরাজুল ইসলাম, ডাঃ মঞ্জু কুমার, ডাঃ আব্দুল লতিফ, ডাঃ রেহেনা পারভীন প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ছিন্নমুল মহিলা সমিতির প্রোগ্রাম ম্যানেজার এবিএম মাসুদুন্নবী রিপন। উল্লেখ্য, ফেডারেল রিপাবলিক অব জার্মানের সহযোগিতায় এই প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা হয়।