
গাইবান্ধা সদরের ব্রীজরোড এলাকা থেকে পুলিশের চিহ্নিত মাদক ব্যবসায়ী ইমরান হোসেনকে ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -১৩।
গতকাল ২ আগষ্ট বৃৃহস্প্রতিবার গভীর রাতে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ইমরান হোসেন কে আটক করা হয়। আটককৃত ইমরান হোসেন ব্রীজরোড মিস্ত্রিপাড়ার মৃত নাকুল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানাধীন ব্রীজরোড মিস্ত্রিপাড়ায় জনৈক আমিনুল ইসলাম-এর অটোরিক্সা গ্যারেজে অভিযান চালিয়ে ৩(তিন) বোতল ফেন্সিডিল, মাদক বিক্রয়লব্ধ নগদ ২হাজার ৭শত সত্তর টাকা, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল, একটি ব্যাটারী, দুইটি সীমকার্ড এবং একটি মেমোরী কার্ড সহ তাকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।