
গাইবান্ধা সদর উপজেলায় ডলার প্রতারক চক্রের এক মহিলাসহ চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১৫ আগষ্ট বুধবার রাতে উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের লালমিয়ার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল, গাইবান্ধা সদর উপজেলার তিনদহ পশ্চিমপাড়া এলাকার মৃত আয়ান উদ্দিনের ছেলে আবুল হোসেন(৬২), একই উপজেলার পশ্চিম পিয়ারাপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে আশরাফ(৪৯), ফুলবাড়ী গ্রামের লালমিয়ার স্ত্রী মর্জিনা বেগম(৫০) এবং পলাশবাড়ী উপজেলার পবনাপুর গ্রামের মজনু মিয়ার ছেলে জোসেদ(২২)।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ শাহরিয়ার জানান, ওই চক্রটি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে ডলারের লোভ দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করছিল।
এ ঘটনায় প্রতারণার শিকার আব্দুর রহিম নামের এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নগদ বিশ হাজার টাকা উদ্ধার করা হয়। এবিষয়ে থানায় মামলা হবার পর দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।