
গাইবান্ধায় ডিবির মাদক বিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা সহ ১ জন কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১৫ আগষ্ট রাত অনুমানিক ৮ টা ২০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা সদর থানার বোয়ালী ইউনিয়নের পুরাতন সোনালী বাধের পার্শ্বে হতে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করা কালীন সময় মাদক বিক্রেতা ১। হারুনুর রশিদ(২২) কে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
ইয়াবাসহ গ্রেফতারকৃত হারুনুর রশিদ (২২)গাইবান্ধা সদর উপজেলার
গোদারহাট গ্রামের আব্দুল গোফফারের ছেলে।
এখবর নিশ্চিত করে ওসি মেহেদী হাসান জানান, উদ্ধার কৃর্ত ইয়াবার মূল ১৬হাজার টাকা। এ ব্যপারে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা রুজু হয়েছে।