
গাইবান্ধা সদরে হাশেম বাজার থেকে ইয়াবাসহ চিহ্নত মাদক ব্যবসায়ী সুজনকে গ্রেফতার করেছে র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্প।
গতকাল ১ আগষ্ট গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা গাইবান্ধা সদর থানাধীন দারিয়াপুর এলাকার হাসেম বাজারের গাইবান্ধা হতে দারিয়াপুর রোডস্থ জাকির হোসেনের বাড়ীর সামনে পাকা রাস্তা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী সুজন মিয়া (২৫) কে ১৬৮ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৯৫০০ /= টাকা,তিনটি মোবাইল সেট সহ হাতে নাতে গ্রেফতার করে।
ইয়াবাসহ গ্রেফতারকৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী সুজন মিয়া (২৫) সদর উপজেলার ফারাজী পাড়া গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে অত্র এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত।
র্যাব সূত্রে আরো জানা যায়,গ্রেফতারকৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী সুজন মিয়ার কে সদর থানায় হস্থান্তর করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।